সারাদেশ

রোটারি ক্লাবের উদ্যোগে পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলার পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক বিশেষ আয়োজনে কোমলমতি শিশুদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রোটারি ডিস্ট্রিক্ট D65 রিপসা টিমের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ এংকর সিটি চট্টগ্রামের সহযোগিতায় এই উদ্দীপনাময় কার্যক্রমটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী পাবলিক প্রসিকিউটর,রোটারি ক্লাব অফ এংকর সিটি চট্টগ্রামের আইপিপি ও পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট ফকরুল ইসলাম।তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশকে শতভাগ নিরক্ষরমুক্ত করতে রোটারি ক্লাবের অবদান অসীম।আমরা একটি শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং এই কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিশুদের শিক্ষা জীবনে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছি।এছাড়া তিনি রোটারি ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন,পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজকদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি,যারা শিশুদের ভবিষ্যতের প্রতি তাদের দায়িত্বশীলতা তুলে ধরেছেন।
উল্লেখ্য,এই অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে নতুন ব্যাগ তুলে দেয়া হয়,যা তাদের দৈনন্দিন বিদ্যালয় জীবনকে আরও আরামদায়ক ও সুষ্ঠু করতে সাহায্য করবে।রোটারি ক্লাব অফ এংকর সিটি চট্টগ্রামের সদস্যরা ভবিষ্যতে আরও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,