রৌমারীতে ছিনতাইয়ের পর হত্যার চেষ্টা থানায় অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ছিনতাইয়ের পর এক ব্যাক্তিকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ। গত ৬ জানুয়ারী আনুমানিক রাত ৮ টার দিকে বড়াইকান্দি দক্ষিণ পাশে রহমান মোড়ে এই ছিনতাই এর এঘটনা ঘটে। এ ঘটনায় রৌমারী থানায় লিটন আহমেদ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ৯ জানুয়ারী এক অভিযোগের মাধ্যমে এসব তথ্য জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারী উপজেলা বড়াইকান্দি বাজার থেকে কাজ শেষে অটোভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রহমান মোড়ে জামাল বাদশাহসহ কয়েকজনের একটি গ্রুপ অর্তকিতভাবে এসে গাড়িটি আটক করে। পরে গাড়ি থেকে তাকে টেনেহেচড়ে নামিয়ে অন্ধকারেম নিয়ে বিভিন্ন দেশিয় অস্ত্রদিয়ে এ্যালোপাতারি আঘাত করে। সে বাধাদিতে গেলে চড়াও হয়ে চাঁনমিয়াকে আঘাত করলে মাথা ফেটে যায়। মুহুর্তে মালিতে লুটিয়ে পড়ে চান মিয়া। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে রৌমারী সরকারি হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা অশংকাজনক হওয়ায় পরের দিন তাকে রংপুর মেডিকেলে রিপাট করেন।
এবিষয়ে বিবাদী জামাল বাদশাহকে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব যায়নি।
অভিযোগকারি চাঁন মিয়া বলেন, আমি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অটোভ্যানে থাকা রহমান মোড়ে আমাকে অর্তকিত ভাবে জামাল বাদশাহসহ কয়েকজন মিলে আমার উপর হামলা চালায় এবং মারধোর করে। পরে আমি মাটিতে লুটে পরি। আমাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেন। ছেলে লিটন বাদি হয়েছে থানায় অভিযোগ দেন।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, মারধর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।