সারাদেশ

লক্ষ্মীপুরে মাটিবাহী পিক-আপের চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন
লক্ষ্মীপুরের  লাহারকান্দিতে মাটিবাহী পিকআপ ভ্যানের চাপায় রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার  দুপুর  আড়াই টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এলাকার হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিহান চাঁদখালী এলাকার ভাঙ্গারী ক্রেতা রুবেলের ছেলে ।
ঘটনাস্থলে ঘাতক পিকআপের ড্রাইভার মামুনকে আটক করে স্থানীয়রা। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।
 ড্রাইভার মামুন বাঙ্গাখাঁ ইউনিয়নের ছাগলছিড়া এলাকার আমির হোসেনের ছেলে।
জানা গেছে, দ্রুত গতির পিকআপ ভ্যানটি জকসিন থেকে  দিক থেকে ভবেরহাট দিকে মাটি বহন করতে যাওয়ার সময় চাঁদখালী এলাকায় হাওলাদার বাড়ির দোকানের সামনে রাস্তার পারাপারের সময় রিহানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মোন্নাফ বলেন,ঘাতক চালক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,