লক্ষ্মীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ দুইজন আটক
স্টাফ রিপোর্টার।।
লক্ষ্মীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহযোগিতায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বিরাহিমপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে মোহাম্মদ পারভেজ (২২) ও মো. আলাউদ্দিন (৩০) নামের দুই অস্ত্রধারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, রিভলবারের ছয় রাউন্ড গুলি, দুটি এলজি, দুটি পাইপ গান, শটগানের ১০ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কুমিল্লা সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।





