লোকাল অ্যাওয়ার্ড রেজিল্যান্স অ্যাওয়ার্ড পেলো ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর শতাব্দীর ভয়াবহ বন্যায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ডে ভূষিত হলো ফেনীর ১০০ টির অধিক সামাজিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পুরস্কার গ্রহণ করেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের এডমিন নিশাদ আদনান, জহিরুল ইসলাম পিয়াস,শরিফ সহ অন্যান্য প্রতিনিধিরা।গ্রীণ মিশন বাংলাদেশ ও জেসি আই ঢাকা মেট্রোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিবেশ,বন,জলবায়ু ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.নিয়াজ আহমেদ খাঁন।দিনব্যাপী এই আয়োজনে দেশের চার শতাধিক তরুণ পরিবেশ কর্মী অংশ গ্রহণ করে। ফেনী জেলা স্বেচ্ছা সেবক পরিবার ছাড়া ও আস সুন্নাহ ফাউন্ডেশন কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি সহ দেশের মোট ১১টি সংগঠন-ব্যক্তিকে পরিবেশ রক্ষা ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়।