শত বছরের পুরাতন রাস্তা দখল করে বাউন্ডারি নির্মানের অভিযোগ
বেলাল উদ্দিন লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় শত বছরের পুরাতন রাস্তা দখল করে জোরপূর্বক বাউন্ডারি নির্মান করার অভিযোগ উটেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
৬ জানুয়ারি সোমবার সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গৌড়স্থান সিকদার পাড়ায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আবু তালেব বাদী হয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ সুত্রে জানা যায়- সিএস, আরএস এবং বিএস খতিয়ানে এটি চলাচলের পথ হিসেবে উল্লেখ আছে, সেখানে তিনি বলেন সেই হিসেবে আমাাদের বাপ দাদার আমল থেকে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছিলাম, হঠাৎ প্রতিপক্ষ নাজিমুদ্দিন গং ৪০-৫০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের চলাচলের পথ দখল করে বাউন্ডারি নির্মানের পায়তারা করে, বাধা দিলে আমাকে আমার পরিবারকে মারধরের চেষ্টা করে।
তিনি আরও বলেন, আগেও তারা রাস্তা দখলের চেষ্টা করেছিল, আমরা এ বিষয়ে আদালতে একটি মামলা করেছি, মামলাটি ইতোমধ্যে লোহাগাড়া ভূমি অফিস তদন্ত করে চলাচলের পথ ছিল মর্মে একটি প্রতিবেদন দিয়েছেন।
ভুক্তভোগী আবু তালেব জানান- আদালতে বিচারাধীন বিষয়ে তারা জোরপূর্বক হস্তক্ষেপ করেছেন এবং আদালতের আইন অমান্য করেছেন, আমি সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে বিচার চাই, আমাদের চলাচলের পথ বহাল চাই।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান’র মুঠোফোনে বার বার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি, ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।