সারাদেশ

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল রাজপথ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ সোমবার বেলা ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে এক বিশাল অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এদিন স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের এতদিন পার হলেও বিচার প্রক্রিয়া আশানুরূপ গতি পায়নি। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের আরও সাহসী করে তুলছে।

সমাবেশে উপস্থিত একাধিক শিক্ষার্থী প্রতিনিধি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আর কোনো শহীদ দেখতে চাই না। ওসমান হাদী হত্যার তদন্তে কোনো প্রকার গাফিলতি বা প্রভাব বিস্তার সহ্য করা হবে না। যতক্ষণ না খুনিদের ফাঁসিকাষ্ঠে ঝোলানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন রাজপথ ছাড়বে না।”

কর্মসূচি চলাকালে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই অবস্থান কর্মসূচির কারণে এলাকায় ব্যাপক জনমত তৈরি হয়েছে। সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারাও শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,