শাহরাস্তিতে মরা গরুর মাংস বিক্রি, ১০ হাজার জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার সকালে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলমকে পাঠালে তারা ঘটনার সত্যতা নিশ্চিত হন। এসময় সবার উপস্থিতিতে মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে দেয়া হয়।
মরা গরুর মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
স্থানীয়রা জানান, মাংস বিক্রেতা হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। তারা এই অসাধু ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন