জাতীয় সারাদেশ

শিক্ষক আলহাজ্ব বজলুর রহমান সরদার আর নেই- বিভিন্ন মহলে শোক

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

কচুয়ার আলোকিত মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব বজলুর রহমান সরদার বার্ধক্য জনিত কারণে ২২ অক্টোবর দিবাগত রাত ২ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এর পিতা কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি এক স্ত্রী ও ৫ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজের জানাজা পদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজের জানাজা শেষে নিহতের মরদেহ পদ্মনগর- ইজাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দাফন করা হয়। এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুধীজন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন: বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি নেতা ডক্টর ফরিদুল ইসলাম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম,জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া, মংলার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী, জেলা বিএনপি নেতা এস্কেন্দার হোসেন, জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম পন্টু, জেলা বিএনপি নেতা খাদেম নেয়ামুল নাসির আলাপ, সাবেক যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আসাদুল ইসলাম পান্না,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির,কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক হিমেল খান, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
একই সাথে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ জামায়েত ইসলাম এর পক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জামায়েত ইসলাম এর খুলনা বিভাগীয় প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট জেলা জামায়াত এর যুব বিভাগের প্রধান শেখ মাঞ্জুরুল হক রাহাত, ফকিরহাট আলহেরা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মল্লিক, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোস্তফা শহীদুল্লাহ, কচুয়া উপজেলা জামায়েত এর আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,