সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে বালু ভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে কিশোর চালকের মৃত্যু!

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
 শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে শান্ত (১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
 শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী – ধানশাইল সড়কের জামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব  ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে অবৈধ বালুভর্তি মাহিন্দ্র গাড়ীটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো। এসময় রাস্তায় ঘণ কুয়াশা থাকায় গাড়ীটি চলন্তবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ী চালক শান্ত ওই গাড়ীর নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুরবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
 এই ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো.আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই কিশোর শান্ত মারা গিয়েছে। পুলিশ লাশ সনাক্ত করে ময়না তদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,