শেরপুরে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুরে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে হাবিবুর রহমান (৩০) পিতা আইয়ুব আলী ও সাদ্দাম হোসেন (৩০) পিতা আমীর উদ্দিন উভয় পশ্চিম সমশ্চুড়া পোড়াগাও ইউনিয়ন উপজেলা নালিতাবাড়ী জেলা শেরপুর এর ভুক্তভোগি দুই যুবক। সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ২৭ শে ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ মধ্যবাজারে তাদের খালি পিক-আপ কাঁচামাল নিয়ে দক্ষিণ মধ্যবাজারে এলে শাহীন নামে এক যুবক তার সঙ্গীয় দল-বল নিয়ে চলতি পিক-আপ ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে হাবিবুর রহমান (৩০) ও সাদ্দাম হোসেন (৩০) আসলে শাহিন ও তার দল-বল ঐ দুই যুবককে জোড় পুর্বক অবৈধ কারবারী বলে মারধর করে বিএনপি অফিসে বেধে রাখে এবং শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের লোক বলে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নেয়। গাড়ীর চালক মালিক পক্ষ যুবকদের জানালে ঘটনাস্থলে আসলে শাহীন তার সঙ্গে দলবল নিয়ে দুজনকে মারধর করে এবং তাদের বলতে বাধ্য করে অবৈধ ভারতীয় প্রসাধনী বহন করছে পিকআপে আর এগুলো শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দের বলে জোরপূর্বক তাদের কাছে স্বীকারোক্তি নেয় বলে জানায় যুবক দ্বয়। তারা প্রাণ বাঁচাতে এই মিথ্যা কথা বলেছেন বলে জানায়। সে সময় নন্নী বিএনপির আব্দুল্লাহ মেম্বার বিষয়টি অবগত হয়ে নালিতাবাড়ী থানার এস আই মিজানুর রহমান খবর দিলে তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরবর্তী পুলিশ কোন রকম অবৈধ কিছু না পেয়ে তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়। ভুক্তভোগী দুইজন নালিতাবাড়ী থানায় মামলা অভিযোগ দিয়েছেন বলে জানায়।