সারাদেশ

শ্যামনগরে পাঁচ জয়িতার সম্মাননা স্বারক প্রদান

রনজিৎ বর্মন  শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার(৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জন গ্রামীণ নারীকে জয়িতার সম্মাননা স্বারক প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে জয়িতাদের সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরেন।

পাঁচটি ক্যাটাগরিতে জয়িতার সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ ইউপির পাশের্^খালী গ্রামের আমিরুণনেছা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কৈখালী ইউপির আছমা খাতুন, সফল জননী হিসাবে উপজেলা সদরের নকিপুর গ্রামের অনিমা হালদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এ ক্যাটাগরীতে বুড়িগোয়ালিনী ইউপির কলবাড়ী গ্রামের মারুফা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এ ক্যাটাগরীতে বুড়িগোয়ালিনী গ্রামের যমুনা রানী।

জয়িতা সম্মাননা প্রদানের পূর্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাইজুর রহমান, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান, জয়িতা পুরস্কার প্রাপ্ত নারী যমুনা রানী, আমিরুননেছা, ব্রাক এনজিও প্রতিনিধি ইয়াসিন আরাফাত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষে এক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং