সারাদেশ

শ্যামনগরে বিজয় দিবসে গ্রামীণ নারীদের  ক্রীড়া প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ডিজএ্যাবল্ড রিহাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)-এর আর্থিক সহযোগিতায় শ্যামনগরের ভেটখালী ফুটবল খেলার মাঠে গ্রামীণ নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বালিশ ছোড়া, হাঁড়ি ভাঙা এবং ফুটবল খেলার মতো ইভেন্টে স্থানীয় শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো এবং ডিআরআরএ-এর শ্যামনগর প্রকল্প সমন্বয়কারী জি.এম. নুরনবি হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন
 গ্রামীণ নারীদের শারীরিক সুস্থতা এবং মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,