সারাদেশ

সখিপুরে এইচএসসি দিচ্ছেন তিন সহোদর বোন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে একসাথে সহোদর তিন বোন দিচ্ছেন ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা। এ বিষয়টি এখন মানুষের মুখোমুখি শোনা যাচ্ছে।যা শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবেন বলে ধারণা করছেন অনেকেই।

বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা অংশ নিয়েছেন উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে। সকালে সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেন।
এই তিন বোন হলেন—সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) এবং ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।
একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তিন বোনই জন্মগ্রহণ করেছেন সৌদি আরবে। যেখানে তাদের বাবা শফিকুল ইসলাম দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়েছেন। ২০১০ সালে সৌদি আরবের মক্কা শহর থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন তিনি। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে একই ক্লাসে ভর্তি করানো হয় স্কুলে। সেই থেকে একসঙ্গেই পড়ালেখা করছেন তিন বোন।

এ বিষয়ে ওই সহোদর ৩ শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বলেন, প্রথম শ্রেণি থে‌কেই এ পর্যন্ত তিন বোন একস‌ঙ্গে পড়া‌শোনা কর‌ছে। বিগত সব পরীক্ষায় মেয়েরা ভালো ফল করেছে। এবারও স‌ন্তোষজনক ফলাফল লা‌ভে তাদের প্রতি আমার ভরসা রয়েছে। তারা যেন উচ্চশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে, এটাই আমার চাওয়া।

জানতে চাইলে সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম.এ রউফ এবিষয়ে জানান, তিন বোনই মেধাবী শিক্ষার্থী। তারা প্রাথমিক, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আশা করছি, এইচএসসিতেও তারা ভালো রেজাল্ট করবে।
মোঃ হযরত আলী
২৬/০৬/২০২৫

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,