শিক্ষাঙ্গন

সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান 

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার ও যাতায়াতের সুবিধার্থে রেলপথ চালুর দাবিতে ‌উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইবি শাখা ছাত্রদল।

সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় সংগঠনের নেতৃবৃন্দ উপাচার্য (রুটিন উপাচার্য) অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় দ্রুত এই সড়ক সংস্কারের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণকালে ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য এখন বিদেশে আছেন। তিনি ফেরত আসার সাথে সাথে সৌজন্য সাক্ষাতের আগেই আমি এই বিষয়টা জানাবো। আমরা এটাতে গুরুত্ব দেব এবং তিনি উপস্থিত হলেই আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করবো যেন এই দাবিগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর