সারাদেশ

সরকার পতনের ৫ মাস পর নতুন উপাচার্য পেলো রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি :নতুন উপাচার্য হিসেবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান।

আজ ( ৯ জানুয়ারি, বৃহস্পতিবার) রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ৫ আগস্টে সরকার পতনের পর রাবিপ্রবির ২য় উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার পদত্যাগ করার ৫ মাসের মাথায় নতুন উপাচার্য পেলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।


প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১-ুএর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. আতিয়ার রহমানকে রাবিপ্রবির উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ দেওয়া হলো।এসন শর্তের মধ্যে রয়েছে – উপাচার্য পদে তার নিয়োগ যোগদানের তারিখ হতে ৪ বছর পর্যন্ত হবে;উপর্যুক্ত পদে তিনি তদর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন;তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন;তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন ;রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


উল্লেখ্য, অধ্যাপক ড. মো.আতিয়ার রহমান ১৯৯০ সালে মাধ্যমিক এবং ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক এবং ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।জাপান থেকে পিএইচডি এবং ডারবান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন তিনি। এরপর ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর অধ্যাপক পদে পদোন্নতি পান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং