সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতিনিধি
জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় মেহেদী মাহাদ (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ(শুক্রবার) ৪ এপ্রিল, সকালে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৮টায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে নিহত ওই যুবককে দাফন করা হয়েছে৷
তারআগে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাউসী পপুলার মোড় এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে দুই কানে হেডফোনে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী মাহাদ সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী গ্রামের ইতালি প্রবাসী মো. লাঞ্জু মিয়ার ছেলে। সদ্যই বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছিলেন তিনি। মেধাবী ও ভদ্র স্বভাবের মেহেদীর মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মেহেদী ঘুরতে বের হয়ে বাউসী রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় যান। সন্ধ্যার দিকে তিনি ব্রিজের দক্ষিণ পাশে রেললাইনের ওপর স্লিপারে দাঁড়িয়ে দুই কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে বাউসী রেলব্রিজ অতিক্রম করছিল।
চালক বারবার হর্ণ বাজালেও হেডফোনে ডুবে থাকা মেহেদী কোনোভাবেই ট্রেনের উপস্থিতি টের পাননি। এক মুহূর্তে ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গেই ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনে পড়ে যান তিনি।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তরুণ।
মেহেদীর অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে আহাজারি আর শোকের মাতম। শুক্রবার সকাল সাড়ে ৮টায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে জানান, ‘বাউসী এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’