সরিষাবাড়ীতে ডিএনসি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০৩ মাদক ব্যবসায়ী আটক
রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার(১০ই মে) দিবাগত রাতে উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় অভিযানে ৬০৫ পিস ইয়াবা ও ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী।
অভিযানে আটককৃতরা হলেন আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামের সেজনু হাওলাদার(৫০), এরশাদ(৪২) ও মুকুল(৩৫)।
এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের একটি টিম অভিযান চালিয়ে ৬০৫ পিস ইয়াবা ও ২৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় সরিষাবাড়ি থানায় দুটি পৃথক মামলা করে কোর্টে প্রেরণ করেন। এসময় তিনি আরও জানান, তাদের এ অভিযান চলমান থাকবে।