সারাদেশ

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ৪০০ বিঘা ঘের প্লাবিত

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে প্রায় ৪০০ বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।গতকাল বুধবার (২৮ মে) দুপুরের দিকে প্রবল জোয়ারের চাপে দরগাপুর ইউনিয়নের সুবেদখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নদীর পানি বেড়ে গেলে সাবেক নদী খননের মাধ্যমে তৈরি হওয়া রিং বাঁধটি ভেঙে পড়ে। ফলে আশপাশের বিস্তীর্ণ মৎস্য ঘের পানিতে প্লাবিত হয় এবং অর্ধ শতাধিক মৎস্য চাষি দিশেহারা হয়ে পড়েন।
দরগাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, প্রবল জোয়ারে রিং বাঁধ ভেঙে প্রায় ৪০০ বিঘা ঘের ডুবে গেছে। এতে চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, জোয়ারের তোড়ে আমার বাড়ির পাশের মাটি ভেঙে পানি ঢুকে পড়ে। পরবর্তী জোয়ারের আগে ভাঙন ঠেকাতে না পারলে ওয়াপদা সড়কও হুমকির মুখে পড়বে এবং ইউনিয়নের আরও অনেক এলাকা প্লাবিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশাশুনি শাখার উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান,এটি মূল বাঁধ নয়, নদী খননের সময় সৃষ্ট একটি রিং বাঁধ। জোয়ারের পানির চাপে বাঁধটি ভেঙেছে। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি এবং জরুরি মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, রিং বাঁধ ভেঙে প্লাবনের খবর পেয়েই পাউবো এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, টেকসই বাঁধ নির্মাণ এবং স্থায়ী সমাধান ছাড়া বারবার এ ধরনের দুর্যোগে চাষিদের ক্ষতির মুখে পড়তে হবে। তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,