সাতক্ষীরায় ঘুষ ও দুর্নীতির দায়ে দুই ভূমি কর্মকর্তা বরখাস্ত

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরা তালায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ মে তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন কর্মকর্তা আব্দুল মুকিত। এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে ক্যামেরা দেখে দৌঁড়ে পালান এই কর্মকর্তা। এদিকে গুণে গুণে ঘুষের টাকা নেয়া তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকবে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর আহ্বানও জানান তিনি।