সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিখোঁজের চারদিন পর ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে কাজীরহাট কলেজের সামনে একটি মৎস্যঘের থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ । নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ইমরান দুই মেয়ে সন্তানের জনক ছিলেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গত ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।