সারাদেশ

সান্তাহারে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের জোবেদা প্লাজায় আজ বেলা সাড়ে বারো ঘটিকার সময় সরকারের অনুমতি পত্র প্রাপ্ত ডিজিটাল ভুমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ (২১ জুলাই) সোমবার বেলা সাড়ে বারো ঘটিকার সময়  সান্তাহার পৌর শহরের প্রধান সড়কের পাশে কালি মন্দির সংলগ্ন জোবেদা প্লাজায় বর্ণমালা ডিজিটাল সেবা নামক প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা সমবেত ভুমি মালিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ভুমি খারিজ বা নামজারী করতে দালাল মাধ্যমে বেশি টাকা খরচ করেও অনেক হয়রানির শিকার হয়ে থাকেন। এ কারণে সরকার দালালমুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকার ভুমি কার্যালয়ের পাশা পাশি ডিজিটাল সেবা সহায়তা কেন্দ্র প্রকল্প চালু করেছে। এ লক্ষে সরকার ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্যেগক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। আপনারা দালাল চক্রের মাধ্যমে এবং যত্রতত্র গড়ে উঠা কম্পিউটার দোকানে না গিয়ে সরকারের অনুমতি পত্র প্রাপ্ত ও প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা দিয়ে ভূমি খারিজসহ অন্যান্য সেবা কাগজ পত্রাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহণ করতে পারবেন। সুতরাং এখন থেকে আর দালাল চক্রের ফাঁদে পা দিবেন না, নিজের কাজ নিজে করবেন এতে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।
এ সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা স্বপন কুমার মন্ডল, পৌর ভূমি অফিসের কর্মকর্তা ফরহাদ হোসেন, বর্ণমালা ডিজিটাল ভূমি সেবা কেন্দ্রের সত্ত্বাধিকারী আব্দুস সবুর ও শাহাবুদ্দীন সুমন, কম্পিউটার সহকারী মিলন হোসেন, জাবেদা প্লাজার বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবা গ্রহীতাগণ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,