সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় যুবলীগ নেতা শাহ আলম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মজিদবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামিম হাওলাদার জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে চালিতাবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহ আলম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহ আলম বিশ্বাস ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির দিন সুবিদখালী তিন রাস্তার মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলার আসামি। ওইদিন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।
হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল মৃধা, সদস্য মো. আল-আমিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম আহত হন। এ সময় একটি মাইক্রোবাসসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ জানিয়েছে, শাহ আলম বিশ্বাসের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।