শিক্ষাঙ্গন সারাদেশ

সিংগাতী পোস্ট ই-সেবা এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতীতে অবস্থিত সিংগাতী পোস্ট ই-সেবা এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দুই ধাপে ফলাফল ঘোষণা করা হয়।
তত্ত্বীয় পরীক্ষায়—
১ম স্থান: লামিয়া সুলতানা সুমাইয়া
২য় স্থান: শেখ আব্দুল্লাহ
ব্যবহারিক পরীক্ষায়—
১ম স্থান: মো. মফিদুল ইসলাম
২য় স্থান: লামিয়া সুলতানা সুমাইয়া
পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা কাজী শিহাব উদ্দিন এবং কম্পিউটার প্রশিক্ষক আজিজুল গাজী। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা কাজী শিহাব উদ্দিন বলেন, “২০১২ সাল থেকে আমাদের এই যাত্রা শুরু। আমরা তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষা দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি। সরকারি স্বীকৃত সার্টিফিকেট তাদের কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি করবে।”
প্রশিক্ষক আজিজুল গাজী বলেন, “আমরা শুধু বই নয়, হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনের কাজের জন্য প্রস্তুত হয়—সেটাই আমাদের মূল লক্ষ্য। আজ যারা পুরস্কার পেয়েছে, তারা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে সরকারি সার্টিফিকেট এবং যুব উন্নয়ন অধিদপ্তরের স্বীকৃত সনদ প্রদান করা হয়। বর্তমানে এখানে ৬ মাস, ১ বছর ও ২ বছরের মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,