সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, একজন আহত
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার বিকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন (২৮) বগুড়া দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খেয়ালী মধ্যপাড়ার ইসমাইলের ছেলে। নিহত অন্যজন একই গ্রামের মনজুর আলমের ছেলে নাদিম মাহমুদ। অপরজন একই এলাকার সামসুদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, বগুড়া থেকে বাইকযোগে নাটোরের হালতিবিলে হাসের খামারে যাওয়ার পথে সিংড়া হাইটেক পার্ক এলাকায় পৌছালে একটি বগুড়াগামী পিকাপের সাথে সংঘর্ষ ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।হাসপাতালে পৌছানোর আগেই দুইজন মারা যান অপর একজন চিকিৎসাধীন রয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।