সারাদেশ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

” প্রবাসী অধিকার অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের”, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ খ্রিঃ উপলক্ষে র‍্যালি প্রদর্শন, মেলার উদ্বোধন করার পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসন সিরাজগঞ্জ, এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জে আয়োজনে,
 বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করার পর র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধন করার পর অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, যারা যাবেন বৈধভাবে, নিয়ম মেনে জেনে বিদেশ গমন করবেন এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা রোজিনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক, আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজবার আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জ শাখার এম এ জিপি ও শাখা প্রধান মোঃ তারিকুল ইসলাম, সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখার এজিএম মোঃ সাজেদুল কবির, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আখলাকুর রহমান, জেলা ব্র্যাক এর কো-অডিনেটর মোঃ রইস উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর টিটিসি সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে স্মারক সম্মাননা প্রদান করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জ শাখা সহ অন্য ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং