সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের নি‌চে চাপা প‌রে থাকা সেই মালিককের মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গম বোঝাই ট্রাক উল্টে চাপা পরার ১ঘন্টা পর ট্রাক মালিক নূর মোহাম্মদ কে মৃত অবস্থায় উদ্ধার ক‌রে‌ছে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ও হা‌টি কমরুল হাইওয়ে থানা পুলিশ।
নিহত নুর মোহাম্মাদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম নুর মোহাম্মাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেল সারে ৫টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অ‌ফিস সংলগ্ন ঢাকা পাবনা মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পু‌লিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান অব্যাহত রা‌খে। দীর্ঘ ১ ঘন্টা উদ্ধার অভিযানের পর সেই ট্রাক মালিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ব‌লেন, উল্লাপাড়া ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন হাইও‌য়ে মহাসড়কের পাশে নূর মোহাম্মদ নামের একটি ট্রাক বিকল হয়। প‌রে রাস্তার পাশেই জ্যাক লাগিয়ে ট্রাকটি মেরামত করে আসছিল একপর্যায়ে জ‌্যাক থে‌কে ট্রাকটি স্লিপ‌কে‌টে উল্টে যায়। ট্রা‌কের নিচে আটকা পরে থাকার এক ঘন্টার পর সেই ট্রাক মা‌লিক‌কে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং