সারাদেশ

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জব্দ দুটি মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
শনিবার (০২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল সদর থানার রায়পুর (১নং মিলগেট) এলাকা থেকে মাদক পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ নবাব চৌধুরী (২৫), লক্ষ্মীপুর গ্রামের মোঃ একাবর আলীর ছেলে ও মোঃ সেলিম রেজা (৩৫), মোবারকপুর গ্রামের মৃত সেন্টু রহমানের ছেলে, উভয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে তারা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,