সারাদেশ

সেচ মৌসুমের শুরুতেই দিশেহারা চাষিরা ,ট্রান্সফরমার চুরির হিড়িক

আব্দুর রহমান ঈশান, স্টাফ রিপোর্টার (নেত্রকোণা)

নেত্রকোনার গ্রামাঞ্চলের সেচ এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। সেচ মৌসুমের শুরুতেই একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে চাষিরা। চলতি বছর বন্যায় আমন হারিয়ে এখন ইরি-বোরো আবাদ মৌসুমে সেচ প্রক্রিয়া ব্যাহত- দিশাহারা তারা। ছয় মাসে চুরি হয়েছে প্রায় ১০০ ট্রান্সফরমার। এসব ঘটনায় একজনও আটক হয়নি। মামলা দিলেও তদন্তে যাচ্ছে না পুলিশ- অভিযোগ ভুক্তভোগীদের। পুলিশ বলছে, জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সদর উপজেলার পাটলি গ্রামের বিএডিসির একটি সেচের ম্যানেজার নজরুল ইসলাম জানান, পিলারে উঠে কীভাবে ট্রান্সফরমারের ভিতর থেকে যন্ত্রাংশ নিয়ে যায়। এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। থানায় মামলা দিয়েছি, ২২ দিনেও পুলিশ তদন্তে আসেনি। বিএডিসি নেত্রকোনা রিজিওন অফিসের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান জানান, একবার ট্রান্সফরমার দেওয়ার পর দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নেই। আড়াই-৩ লাখ টাকা দিয়ে কৃষকরা কিনতেও পারেন না। পাম্পগুলো পড়ে থেকে নষ্ট হয়। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসুম আহমেদ জানান, জেলায় তাদের গ্রাহক ৫ লাখ ৬৫ হাজার। এর মধ্যে সেচ গ্রাহক ১৭ হাজার। ২০২৩-২৪ অর্থ বছরে জেলায় ১৮৪টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা। চুরির সঙ্গে জড়িত কেউ ধরা পড়েনি। এ বছর ডিসেম্বর পর্যন্ত চুরি হয়েছে ১০০টি। এর মধ্যে নভেম্বর মাসেই ৪৬টি চুরি হয়েছে। সেচ মৌসুমে চুরি বেড়ে যায় উল্লেখ করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, পুলিশ আসামি ধরার চেষ্টা করছে। নত্রকোনায় হাওরাঞ্চল থাকায় শুকনো মৌসুমে ইরি-বোরো ধান আবাদ বেশি হয়। এক ফসলের ওপর পুরো হাওরাঞ্চলের জীবনজীবিকা নির্ভরশীল।

এ ফসলের ফলন নির্ভর করে সেচের ওপর। সেচযন্ত্র চলে বিদ্যুতে। প্রতিনিয়ত জেলার কেন্দুয়া, মদন, পূর্বধলা, সদর, দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় ট্রান্সফরমার চুরি হচ্ছে। একটি চক্র হাতিয়ে নিচ্ছে এর মূল্যবান যন্ত্রাংশ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং