সারাদেশ

সেনবাগে ছাত্রদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেমবাগ সংবাদদাতা
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় অবস্থিত সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্ররা আজ ২২ শে মার্চ বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে
সংবাদ সম্মেলন করেন। সাংবাদিক গণের উদ্দেশ্যে  বক্তব্য করেন, আলা উদ্দিন আলো,মোজাম্মেল হক সহ আয়োজক কমিটির সমন্বয়ক সদস্যগণ।বক্তব্য সমন্বয়ক গন বলেন
আপনারা এই বিষয়ে জ্ঞাত আছেন যে, আমরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় মুসা স্যারের  অপ্রত্যাশিত বদলির প্রতিবাদে সাবেক ছাত্রদের ব্যানারে মানববন্ধন করি। আমরা এই বদলির নেপথ্যে থাকা সংশ্লিষ্ট কুশীলবদের প্রতি ধিক্ষার জানাই এবং অবিলম্বে অন্যায় বদলি স্থগিত করে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ে স্ব-সম্মানে মুসা স্যারকে বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।
সেনবাগবাসী হিসেবে আপনারা অবগত আছেন যে, শ্রদ্ধেয় মুসা স্যার একজন নিষ্ঠাবান, ভদ্র, মার্জিত, সর্বোপরি একজন মানবিক মানুষ। ভারপ্রাপ্ত প্রধান হিসেবে স্বল্প সময়ের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের শৃঙ্খলা, পাঠদান অতীতের যে কোন সময়ের ছেয়ে অন্য উচ্চতায় পৌঁছিয়ে ছিলেন। সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে অর্থনৈতিক লেনদেনে যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত তিনি পেশ করে গেছেন- তাহা আজকের দিনে বিরল। স্বল্প সময়ের দায়িত্ব পালন শেষে বিদ্যালয় ফান্ড তৈরি করে গেছেন। উপহার দিয়েছিলেন স্বচ্ছতা ও জবাবদিহিতার দায়ে আবদ্ধ গতিময় এক প্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা লক্ষ্য করছি, বর্তমান প্রধান শিক্ষক অস্বচ্ছতা, প্রতিহিংসা এবং দুর্নীতিতে নিমর্জিত হয়ে চোরাগলির পথ বেছে নিয়েছেন। ছাত্রদের বিরুদ্ধে মিথ্যাচারের বেশাতি রচনা করে থানায় সাধারণ ডায়েরি করেছেন। যাহা সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রী, অভিভাবক, সুধীজনসহ সেনবাগের সর্বস্তরের জনগণকে আহত করেছে। সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে কোন প্রধান কতৃক এহেন ঘৃণ্য  আচরণ কখনো সংঘটিত হয়নি। সেনবাগবাসি সাধারণ ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে করা এই ডায়েরীকে প্রধান শিক্ষকের চরম শঠতা ও দৃষ্টতা হিসেবে দেখছে।
আমরা আপনাদের মাধ্যমে প্রধান শিক্ষক কর্তৃক এহেন আচরণের তীব্র নিন্দা জানাই, একই সাথে ছাত্রদের বিরুদ্ধে রুজু করা এই সাধারণ ডায়েরী প্রত্যাহারের দাবী জানাচ্ছি। আমরা দাবীসহ প্রত্যাশা করছি, অনতিবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ ও মুসা স্যারের স্ব-সম্মানে প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিবে। একইসাথে  সাবধান করছি  যে আগামী.৭ দিনের মধ্যে আমাদের দাবির উল্লেখযোগ্য অগ্রগতি না হলে- বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। তখনকার পরিস্থিতির দ্বায়ভার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,