সেনাবাহিনী দেখে বাসভাড়া কমলো ৫০০ টাকা
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় এক টিকিটে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে এনা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুড়িগ্রামগামী একটি বাসের টিকিট ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। সেনাবাহিনীর উপস্থিতির পর সেই ভাড়া কমিয়ে ১ হাজার টাকা করা হয়।
এনা পরিবহনের কাউন্টার মাস্টার শফিক বলেন, “ভাড়া নির্ধারণ কোম্পানির সিদ্ধান্ত। কমালে আমাদের কোনো সমস্যা নেই।”
নাটোরগামী যাত্রী আসমা খাতুন অভিযোগ করে বলেন, “ঈদের আগে ভাড়া ছিল ৩০০ টাকা, এখন নিচ্ছে ১ হাজার টাকা। পরে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে।”
অভিযানে সেনাবাহিনী প্রতিটি কাউন্টারকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সতর্ক করে দেয়।





