সারাদেশ

সেবা নিলেন উপজেলার সাড়ে ৭শ রোগী – চৌগাছায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর) 

যশোরের চৌগাছায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাব ও মেসার্স মৃধা ট্রেডার্স এর প্রোপাইটার আলহাজ আব্দুল হালিম চঞ্চলের যৌথ উদ্যোগে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বুধবার সকালে চৌগাছার ঐতিহ্যবাহি তরিকুল ইসলাম পৌর কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় তিনি বলেন, লায়ন্স ক্লাব যে সেবা মুলক কাজ করে থাকেন তা সর্বত্র প্রসংশিত। আজ চৌগাছার মত একটি উপজেলাতে এসে তারা বিনামূল্যে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। যারা এখান থেকে সেবা নিবেন তারা নিয়মিত এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবেন। দেশের নিন্মবৃত্ত শ্রেনির মানুষ অনেক সেবা থেকেই বঞ্চিত। অধিক টাকা ব্যয় হওয়ার ভয়ে অনেকে সুচিকিৎসা না নিয়ে বাড়িতেই বসে থাকেন। সমাজের ওই শ্রেনীর মানুষকে লায়ন্স ক্লাব সেবা দিচ্ছেন। যারা আজকে এই সেবা গ্রহন করবেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান বলে আমি মনে করি। এ সময় তিনি তরিকুল ইসলাম পৌর কলেজ সম্পর্কে স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, তরিকুল ইসলাম পৌর কলেজ চৌগাছা বাসির জন্য গৌরব ও অহংকারের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন হতে এই কলেজ তার নামের প্রতি সুনাম অক্ষুন্ন রেখেছে। নানা প্রতিকুলতার সাথে তারা সুনাম ধরে রেখেছে এই জন্য সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানায়। আমার খুব ইচ্ছা এই কলেজে আসবো কিন্তু নানা কারনে আসতে পারেনি। আজ কলেজে এসে এর সার্বিক কাজকর্ম দেখে আমি খুশি। তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক প্রদীপ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম লিটু। চক্ষু শিবিরের আয়োজক ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এ্যাড. মোঃ ইসাহক, যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আখতার ইকবাল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সহকারী পরিচালক সফিকুল ইসলাম, বাহাউদ্দিন আহমেদ, এসএম মনোয়ার রহিম, কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান, বিএনপি নেতা আনিছুর রহমান, সাহেব আলী, আজগার আলী, শাহআলম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম কলেজের যে সকল কক্ষে চিকিৎসা সেবা দেয়া হয় সেখানে ঘুরে ঘুরে দেখেন এবং রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি কলেজের অধ্যক্ষের কক্ষে কিছু সময় অতিবাহিত করেন ও শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
যে মহান ব্যক্তির নামে এই কলেজের নামকরণ করা হয়েছে, সেই ব্যক্তির সহধর্মীনি স্বশীরে কলেজ অঙ্গনে এসেছেন তাই কলেজের শিক্ষক শিক্ষার্থী এমনকি অভিভাবকদের মাঝে বয়ে যায় আনন্দের বন্যা। অধ্যাপক নার্গিস বেগম গাড়ি থেকে নামার পর অধ্যক্ষের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, দেয়া হয় সম্মানসুচক ক্রেস্ট।

 

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং