সারাদেশ

স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে আমার বাবা বিজয়ী হয়েও জয় কেড়ে নিয়েছিলেন শেখ মুজিব- এ.টি.এম জাহিদ চৌধুরী 

চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উদযাপনে উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত বক্তব্যে সবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী পুত্র সাবেক ছাত্র নেতা এ.টি.এম জাহিদ চৌধুরী এসব কথা বলেন।
উপজেলার মডার্ন কমিউনিটি সেন্টার চত্বর হতে এ.টি.এম জাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একটি বিজয় মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে এসে মিলিত হয়।
সকলে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. আব্দুর রহিম, বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি, লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম আবু সাঈদ  চৌধুরী (টিটু), সাতকানিয়া করেজ ছাত্রদলের  সাবেক সহ সভাপতি আবুল কাশেম, শ্রমিক দল নেতা লোহাগাড়া সদর মামুনুর রশীদ, কাতার শাখার সাবেক যুবদলের সদস্য ওসমান গনি, সেচ্ছাসেবক দল নেতা মিজানুর  রহমান(নিশান), যুবদর নেতা  ডুলো, লোহাগাড়া সদর যুবদল মিনহাজুর রহমান কোম্পানি  যুবদল নেতা মিনহাজ মোহাম্মদ মোবারক   প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,