হাজীগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে শাহআলম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মরদেহের পাশে নেশাজাতীয় কিছু বস্তু পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।