হাটহাজারীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ বসতঘর

হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ফয়েজুল্লাহ সারাং বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— মো.আলী, শরিফ, তৈয়ব, তৌহিদুল, শুকুর, ফারুক, শহিদুল,পারভেজ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে হঠাৎ করে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আশপাশের অনেক ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ওই বাড়ির নাম উল্লেখ করা আটজনসহ অন্তত ১২ জনের বিভিন্ন পরিমাপের কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায় ।
হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন আছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবো।