সারাদেশ

হাটহাজারীতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা আনুমানিক ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালের দিকে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল এলাকায় সড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে উল্লেখিত স্থানে সড়ক উপর অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে নাজিরহাট হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। তবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যার দিকেও উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকুলস্থ রেল লাইন এলাকার পূর্ব পাশের জঙ্গল থেকে আগুনে পোড়া নাম পরিচয়বিহীন আনুমানিক ২০/২১ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং