সারাদেশ

হাটহাজারীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দূর্নীতি দমন কমিশন, সমন্মিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর সহযোগিতায় এ উপলক্ষে গত ৯ ডিসেম্বর দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় ” দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ- সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। এতে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর উপ- সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য আজিজুল ইসলাম ও সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং