হাটহাজারীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
হাটহাজারী প্রতিনিধি:
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল(৩৮)কে হাটহাজারী থানাধীন হাসপাতাল ক্রসিং এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব ৭।
সোমবার (৬ জানুয়ারী ) সন্ধ্যা ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল(৩৮). পিতা- মোঃ সামছুল হুদা প্রকাশ নুরুল হুদা, সাং- পশ্চিম আলমপুর, থানা-হাটাহাজারী,
র্যাব ৭, জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সিআর মামলা নং-২০০/২২, ধারা- এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এসএম সোহেল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন হাসাপাতাল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল(৩৮). পিতা- মোঃ সামছুল হুদা প্রকাশ নুরুল হুদা, সাং- পশ্চিম আলমপুর, থানা-হাটাহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তারা আরও জানায়, পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় তিন মাসের বিনাশ্রম করাদন্ড এবং দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।