সারাদেশ

হাটহাজারী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার’স এসোসিয়েশনের উদ্যোগে মহান ভাষা দিবস উপলক্ষে ফ্রী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নয়ন চৌধুরী : মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাটহাজারী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার’স এসোসিয়েশনের উদ্যোগে ও চারিয়া মুরাদপুর আত তাওহীদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চারিয়া মুরাদপুর গ্রামে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।

এতে আগত রোগী সাধারনদের এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান হতে ৮ জন ডাক্তারের ব্যবস্থাপনায় মেডিসিন,গাইনী,চর্ম,এলার্জি,শিশু,চক্ষু, ডায়বেটিস চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পে উপস্থিত থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন বাবুল, সহসভাপতি ওজাইর আহমদ হামিদি, সম্পাদক মোঃ সোহেল রানা, সহ সম্পাদক মোঃ শোয়েব, কোষাধ্যক্ষ মোঃ আবিদ,হসপিটাল বিষয়ক সদস্য ওমর গণি ও এসোসিয়েশনের সদস্য ইন্জিনিয়ার আজিজুল মুমিন ও রুবায়েত ।
এতে প্রায় পাঁচ শতাধিক রোগী স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক আত তাওহীদ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়ে হাটহাজারীর মানুষকে মানবিক চিকিৎসা সেবায় পাশে থাকবে বলে জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,