শিক্ষাঙ্গন সারাদেশ

১৩ আগস্ট শিক্ষকদের সচিবালায় অভিমুখে পদযাত্রা সফল করতে বরগুনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আল মামুন, বরগুনা :এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাব এ “শিক্ষক সমাবেশ ও সচিবালায় অভিমূখে পদযাত্রা” কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোট, বরগুনা জেলা শাখা। ৩ আগস্ট রবিবার বিকাল ৪:৩০ ঘটিকায় বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল (মডেল) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমূখে পদযাত্রা কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোট, বরগুনা জেলা শাখা।জাতীয়করণ প্রত্যাশী জোট, বরগুনা জেলা শাখার সমন্বয়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর মহাসচিব কেন্দ্রীয় কমিটি, এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো. শান্ত ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শান্ত ইসলাম বলেন, সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের ২২ দিনের অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে এমপিও ভুক্ত শিক্ষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ন্যায় বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা সহ সমান সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছিলেন। তার আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে এসেছি। শিক্ষা খাতে বাজেট দেখে আমরা আশ্বস্ত হয়েছিলাম হয়তো এমপিও ভুক্ত শিক্ষকদের ভাগ্যের কিছুটা উন্নতি হবে কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরেও এ বিষয়ে আমরা কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে সরকার কোন উদ্যোগ না নিলে ১৩ আগস্ট ঢাকায় সমাবেশ করব। এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শিক্ষকদের যে বেতন ভাতা দেয়া হয় তাতে তার সংসার চলে না। সন্তানদের চাহিদা পূরণ করা যায় না। তিনি আরো বলেন, একজন শিক্ষক অবসর গ্রহণের পর তার নিজের জমানো টাকা ফেরত পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই হয়রানি বন্ধ করতে হবে। আগামী ১৩ আগস্ট ঢাকা শহরকে আমরা শিক্ষকের নগরীতে পরিণত করব। আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন,বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয়করণ প্রত্যাশী জোটের বরগুনা জেলার যুগ্ম সমন্বয়ক মো. জহিরুল হকের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সবাই বরগুনা জেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিটি উপজেলায় এক জন সমন্বয়ক, কয়েকজন যুগ্ম সমন্বয়ক নিয়ে কমিটি গঠন করা হয় করা হয়। এই কমিটি আগামী ১৩ আগস্ট ঢাকায় শিক্ষক সমাবেশ সফল করতে কাজ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,