১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে
জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা করেন। হামলায় এনায়েতপুর থানায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ হাজার জনকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এজাহারনামীয় আসামি না হলেও সমৃদ্ধ আসামি বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী।বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ওসি মো. রওশন ইয়াজদানী ও আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
এর আগে দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
ওসি মো. রওশন ইয়াজদানী বলেন, আটকের পর আব্দুল লতিফ বিশ্বাসকে সিরাজগঞ্জে নেওয়া হয়। তারপর এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় করা মামলার সমৃদ্ধ (এজাহার নামীয় নয়) আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তদন্ত কর্মকর্তা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এরপর সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়।
সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আব্দুল লতিফ বিশ্বাসকে আদালতে পাঠানো হয়। এরপর সংশ্লিষ্ট আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।