জাতীয় সারাদেশ

৪ দিনের টানা বর্ষনে বাগেরহাটে জনজীবন বিপর্যস্ত

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি ।।

চার দিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটসহ নয় উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা। অবিরাম বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রিকশাচালক, দিনমজুর, ও কর্মজীবী মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও ডুবে গেছে চলাচলের রাস্তা। গত ২৪ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার। মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টির কারণে বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। ফলে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির লোকজন।

রিকশাচালক খলিল মিয়া বলেন, আজ চার দিন ধরে বৃষ্টি থামছে না। রাস্তায় পানি জমে আছে। রিকশা চালাতে খুব কষ্ট হয়। যাত্রীও কম। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। কিন্তু মাথার ওপর কিস্তি খারা আছে।

সবজি বাজারের দিনমজুর শহিদুল ইসলাম বলেন, বাজারে ক্রেতা কম তাই কাজ নাই। সকালে বের হই, কিন্তু কোথাও কাজ জোটে না।

বাজার করতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজার করতে বের হয়েছি, এখন  মনে হয় যুদ্ধ করতে বের হয়েছি। এক হাতে ছাতা, আরেক হাতে জুত ও ব্যাগ, একদিকে রাস্তা খারাপ, অন্যদিকে ড্রেনের অবস্থা বাজে, সব মিলিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হারুন আর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার। আগামী দিনও এ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে কোনো ধরনের ভারী বজ্রঝড় বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,