সারাদেশ

দিনাজপুরে অ্যান্টি ভ্যালেন্টাইন র‌্যালি.

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
 দিনাজপুরে “বিয়ে করে বীরপুরুষ-প্রেম করে কাপুরুষ” এই স্লোগানকে সামনে রেখে অ্যান্টি ভ্যালেন্টাইন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় সর্বস্তরের যুব সমাজ ও তৌহিদী জনতার ব্যানারে এই অ্যান্টি ভ্যালেন্টাইন র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে গোর-এ শহীদ ময়দান ও দিনাজপুর শিশু পার্ক হয়ে গোর-এ শহীদ ঈদগাহ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাসিন ইসরাক মিম, এমামুল হক, ফারহান আফছার ও আবু বক্কর প্রমুখ।
তারা বলেন, বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ। দিনাজপুরের কিছু পার্কে, রেস্টুরেন্ট এবং কলেজ ক্যাম্পাসে অশ্লীলতার সুযোগ করে দেওয়া হয়। সেগুলো অতিশীঘ্রই বন্ধ করতে হবে। কিছু দিন পর পর বিনোদনের নামে কন্সার্টের আয়োজন করা হয়। আর সেগুলোতে অবাধে চলে নারী-পুরুষের অশ্লিল মেলামেশা, অবাধ ধূমপান এবং নেশা সেবনের মত গর্হিত কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ এবং অশ্লীল কাজের উৎসাহ প্রধানের ব্যবস্থা করে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দিনাজপুরের ক্রাশ এন্ড কনফেশন নামক গ্রুপ/পেজ। যেগুলোতে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ীর ছাদ পর্যন্ত যখন-তখন মা-বোনদের ছবি তুলে পোস্ট করে। এগুলো বন্ধ করতে হবে। অন্যথায় তৌহিদী জনতা এ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে লংমার্চ করে বন্ধ করে দিতে বাধ্য হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,