রৌমারীতে শিক্ষক মাহবুবুর রহমানের ফুলের বাগান এখন বিনোদনের কেন্দ্র, ইউএনও’র শুভেচ্ছা

জহুরুল ইসলাম রৌমারী উপজেলা প্রতিনিধি:
পেশায় শিক্ষক হলেও ফুল ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকেই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মাহবুবুর রহমান। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে প্রায় দুই একর জমিতে নিজ উদ্যোগে তিনি গড়ে তুলেছেন মনোরম একটি ফুলের বাগান।
নানান জাতের রঙিন ফুলে সজ্জিত এই বাগানটি ইতোমধ্যে রৌমারী উপজেলার মানুষের নির্মল বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষ বাগান দেখতে ভিড় করছেন। বিশেষ করে বিকেলের দিকে শিশু-কিশোর ও তরুণদের পদচারণায় বাগানজুড়ে প্রাণচাঞ্চল্য চোখে পড়ে।
স্থানীয়রা জানান, এ এলাকায় এমন ব্যতিক্রমী ফুলের বাগান আগে কখনো দেখা যায়নি। প্রাকৃতিক পরিবেশের মাঝে সময় কাটানোর সুযোগ পেয়ে তারা দারুণ আনন্দিত। অনেকেই মনে করছেন, এই বাগান এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
বাগানের উদ্যোক্তা মাহবুবুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করতেই তার এই উদ্যোগ। তিনি চান, সাধারণ মানুষ যেন পরিবার নিয়ে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে কিছুটা সময় আনন্দের সঙ্গে কাটাতে পারে।
এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আলাউদ্দিন মাহবুবুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ এলাকার পরিবেশ ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতেও এমন প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
ফুলের সৌন্দর্য আর প্রকৃতির টানে গড়ে ওঠা এই বাগান এখন রৌমারীর একটি পরিচিত ও আকর্ষণীয় নাম হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।




