সারাদেশ

গাইবান্ধায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বুধবার থেকে গাইবান্ধা জেলা শহরের ৫টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ও ছুটির দিন ব্যতিত) প্রতিদিন ৪০০ জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। যেসব এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হবে পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকা, ৯নং ওয়ার্ডের পূর্বকোমরনই মিতালি বাজার কুঠিপাড়া, ১নং ওয়ার্ডের ডাকঘর অফিস সংলগ্ন এলাকা, ৩নং ওয়ার্ডের সাদুল্যাপুর রোডের খানকাশরীফ বাজার ও ৬ নং ওয়ার্ডের ভিএইড মসজিদ সংলগ্ন মোড়। টিসিবির পণ্যর মধ্যে রয়েছে চিনি এক কেজি, মসুর ডাল দুই কেজি, ছোলা এক কেজি ও ভোজ্য তেল দুই লিটার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,