সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ ভাই বোন নিহত হয়েছে এবং ৩ জন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।
শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী GMS পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮ নং গাড়িটি) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন এবং ঘটনাস্থলেই দুই ভাই বোনের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন ও ইজিবাইক থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং