সারাদেশ

সিরাজগঞ্জ শিল্পকলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সিরাজগঞ্জ শিল্পকলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর থেকেই সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়।
ভোর থেকেই প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতীর পূজা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য শিক্ষার্থীরা বিশেষ উৎসাহের সঙ্গে এই পূজায় অংশ নেয়।
সরস্বতী পূজাকে ঘিরে সিরাজগ‌ঞ্জের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে সিরাজগঞ্জের শ্রী শ্রী মহাপ্রভু আখরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়। এসব স্থানে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পূজায় মূলত শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা পালন করে। তারা প্রতিমা সাজানো, পূজার আয়োজন ও প্রসাদ বিতরণে অংশ নেয়। অনেকে হাতে আলপনা এঁকে, দেবীকে বই, মালা ও কলম উৎসর্গ করে বিদ্যা ও জ্ঞানের বর কামনা করেন।
সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক তন্ময় রায় ব‌লেন, সরস্বতী পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। বিভিন্ন ধর্ম–বর্ণের মানুষ এতে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলেমিশে পূজার আনন্দ উপভোগ করছে সবাই।
আয়োজনটি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা ও জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভা‌গের শিক্ষার্থী শ্রীপর্ণা সাহার উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন, অনিন্দ দাস, সিবা বাল্মীকিসহ অন্যান্য সনাতনী শিক্ষক, শিক্ষার্থী ও অ‌ভিভাবকবৃন্দ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং