সারাদেশ

 মানিকগঞ্জে দুই ইট ভাটা‌কে ১ লক্ষ ৪০ হাজার টাকা জ‌রিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়‌া উপ‌জেলায় অ‌বৈধ দু‌টি ইট ভাটায়  ভ্রাম‌্যমান আদালত অ‌ভিযান চা‌লি‌য়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ ও উপজেলা প্রশাসন, সাটুরিয়া এর যৌথ উদ্যোগে অভিযান চা‌লি‌য়ে উপ‌জেলার ২ ইটভাটাকে জরিমানা করা হয়।
সাটু‌রিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে উপ‌জেলার কান্দাপাড়া এলাকার যমুনা ব্রিকস কে ৭০ হাজার ও গোলড়া এলাকার ফৌ‌জিয়া ব্রিকস‌কে ৭০ হাজার ক‌রে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ উপ পরিচালক মো: ইউসুফ আলী উপ‌স্থিত ছি‌লেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, দুইটি  ইটভাটাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে আসছিল। এ ছাড়া, কৃষি জমিও ইটভাটার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,