কুমিল্লায় আন্ত: উপজেলা কাবাডি অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: উপজেলা কাবাডি অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় কুমিল্লা বরুড়া উপজেলাকে হারিয়ে জয়ী লাভ করেছেন মেঘনা উপজেলা।দ্বিতীয় ম্যাচে কুমিল্লা মর্ডান স্কুল কে হারিয়ে জয়ী হয়েছেন কুমিল্লা কালেক্টর স্কুল এন্ড কলেজ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনিশিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শামসুল তাবরীজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য গোলাম কিবরিয়া,ক্রীড়া সংঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।
খেলাটির রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর ও কুমিল্লা কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও রেফারি মো.জহিরুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন ভূইয়া,কুমিল্লার সাবেক ক্রিকেটার ও আম্পােয়ার ফখরুল আলম উল্লাস সহ প্রমুখ।
এই টুর্নামেন্টটির ৮টি দল অংশগ্রহণ করছেন।