সারাদেশ

ফেনীর দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় আল আমিন ব্রিকস ও মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।০৫ ফেব্রুয়ারি দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল আলম এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে সূত্র জানায়,বুধবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এর নেতৃত্বে দাগনভূঞা উপজেলার আল-আমিন ব্রিক ফিল্ড ও মেসার্স মদিনা ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘন করে ফসলি জমি হইতে মাটি সংগ্রহ করায় ২টি প্রতিষ্ঠানকে দুই লাখ করে মোট ৪০০০০০/-(চার লক্ষ) টাকা জরিমানা করেন।উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তের পরিচালক মো:তানবীর হোসেন,পরিদর্শক শাওন শওকত,দাগনভূঞা থানার পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন।পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন,ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং